যশোরে একটি বিদেশি পিস্তল ও ১০০ পিস ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ‘কালা অনিককে’ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগী আশরাফুল ইসলাম ও হুমায়ুন কবীরকেও আটক করা হয়। বুধবার (২০ মার্চ) বিকেলে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার। তবে মঙ্গলবার (২০ মার্চ) মধ্যরাতে ডিবি পুলিশ সন্ত্রাসীদের আটক করে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে ওসি রুপন কুমার সরকার জানান, ঈদ কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযান চলমান। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ১০০ পিস ইয়াবাসহ ‘কালা অনিককে’ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী আশরাফুল ইসলাম ও হুমায়ুন কবীরকেও আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কালা অনিকের বিরুদ্ধে অস্ত্র, মাদক, দ্রুত বিচারসহ ১৪টি ও হুমায়ুন কবিরে বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।