আজ সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রাক্তন ফুটবলার শামছুর রহমানের মৃত্যুতে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শোক Logo আলিপুর ইউপি নির্বাচনে, সংঘষে আহত-৩ Logo খাবার পানির তীব্র সংকট, সরকারি প্রকল্পের সুফল পাচ্ছে না উপকূলবাসী Logo দেড় হাজার কেজি অপরিপক্ক আম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা Logo বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট, চরম জনদুর্ভোগ Logo সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ Logo সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত Logo দুর্নীতিগ্রস্ত সমাজ পরিবর্তনে প্রভাষক সুশান্ত কুমার মন্ডলকে ভোট দেওয়ার আহবান Logo দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01711 211241

‘কুষ্টিয়ায় খুন হওয়া বিএনপির নেতকে জোর করে নৌকার কর্মী বানানোর চেষ্টা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৪০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় নৌকা প্রার্থীর সমর্থক দাবি করা নিহত আমিরুল ইসলাম নান্নু (৫২) বিএনপি নেতা বলে দাবি করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ। গতকাল রোববার বিকেল ৩টায় উপজেলার গোডাউন মোড়ে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নিহত নান্নুকে বিএনপি নেতা দাবি করে সংসদ সদস্য বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় একজন খুন হয়েছেন। সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার আমরাও চাই। আমি নাম বলব না, কিন্তু একটি পক্ষ পেছন থেকে ষড়যন্ত্র করে একজন বিএনপি নেতাকে নৌকার কর্মী দাবি করে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছে।’

গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে একটি কলাবাগান থেকে নান্নুর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আমিরুল উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। এ ঘটনায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রার্থী এবং সেন্ট্রাল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ নিহত নান্নুকে তাঁর সমর্থক দাবি করেন। বর্তমান সংসদ সদস্য আব্দুর রউফের সমর্থকেরা এ হত্যাকাণ্ড করতে পারে বলে অভিযোগ করেন তিনি। এদিকে নান্নুকে বিএনপি নেতা দাবি করে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জেলা বিএনপি। গত বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন। গতকাল সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমের হাতে আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হত্যাযজ্ঞ থেমে নেই উল্লেখ করে বিএনপি নেতা আমিরুল ইসলাম নান্নুর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়। একই বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘আমিরুল ইসলাম নান্নু এক সময় ইউনিয়ন বিএনপির সক্রিয় নেতা ছিলেন। যেকোনো হত্যাই প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। সে ক্ষেত্রে তিনি যেহেতু আমাদের দলের একজন ছিলেন; আমরা তাঁর হত্যার প্রতিবাদ জানাই।’ ষড়যন্ত্র করে তাঁর ট্রাক প্রতীকের সমর্থকদের নান্নু হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ তোলা বর্তমান সংসদ সদস্য আব্দুর রউফ আরও বলেন, ‘মামলায় এমন কয়েকজনকে আসামি করা হয়েছে যারা এই হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানত না। এটা রাজনৈতিক প্রতিহিংসা।’

মামলার ৬ নম্বর আসামি যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, ‘মিজানকে প্রতিপক্ষ গ্রুপ আগে থেকেই হুমকি-ধমকি দিয়ে আসছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে মিজানের কোনো সম্পৃক্ততা নেই। তবুও পুলিশ তাঁকে ডেকে নিয়ে মামলার আসামি করেছে।’ এ সময় পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে বর্তমান সংসদ সদস্য বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে আমার পক্ষে কাজ করার জন্য পুলিশও মিজানকে হুমকি দিয়েছিল।’ এদিকে নিহতের লোকজন ক্ষুব্ধ হয়ে ঘটনার দিন রাতেই সংসদ সদস্য আব্দুর রউফের সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। আগুনে তিনটি বাড়ি পুড়ে গেছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার পরদিন নিহতের ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী একটি পরিবার পাল্টা মামলা দায়ের করেছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করছে। লুটপাটের ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি মামলা দায়ের করেছে। এখন পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাক্তন ফুটবলার শামছুর রহমানের মৃত্যুতে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শোক

‘কুষ্টিয়ায় খুন হওয়া বিএনপির নেতকে জোর করে নৌকার কর্মী বানানোর চেষ্টা

আপডেট সময়: ০৯:৪০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় নৌকা প্রার্থীর সমর্থক দাবি করা নিহত আমিরুল ইসলাম নান্নু (৫২) বিএনপি নেতা বলে দাবি করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ। গতকাল রোববার বিকেল ৩টায় উপজেলার গোডাউন মোড়ে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নিহত নান্নুকে বিএনপি নেতা দাবি করে সংসদ সদস্য বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় একজন খুন হয়েছেন। সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার আমরাও চাই। আমি নাম বলব না, কিন্তু একটি পক্ষ পেছন থেকে ষড়যন্ত্র করে একজন বিএনপি নেতাকে নৌকার কর্মী দাবি করে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছে।’

গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে একটি কলাবাগান থেকে নান্নুর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আমিরুল উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। এ ঘটনায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রার্থী এবং সেন্ট্রাল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ নিহত নান্নুকে তাঁর সমর্থক দাবি করেন। বর্তমান সংসদ সদস্য আব্দুর রউফের সমর্থকেরা এ হত্যাকাণ্ড করতে পারে বলে অভিযোগ করেন তিনি। এদিকে নান্নুকে বিএনপি নেতা দাবি করে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জেলা বিএনপি। গত বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন। গতকাল সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমের হাতে আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হত্যাযজ্ঞ থেমে নেই উল্লেখ করে বিএনপি নেতা আমিরুল ইসলাম নান্নুর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়। একই বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘আমিরুল ইসলাম নান্নু এক সময় ইউনিয়ন বিএনপির সক্রিয় নেতা ছিলেন। যেকোনো হত্যাই প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। সে ক্ষেত্রে তিনি যেহেতু আমাদের দলের একজন ছিলেন; আমরা তাঁর হত্যার প্রতিবাদ জানাই।’ ষড়যন্ত্র করে তাঁর ট্রাক প্রতীকের সমর্থকদের নান্নু হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ তোলা বর্তমান সংসদ সদস্য আব্দুর রউফ আরও বলেন, ‘মামলায় এমন কয়েকজনকে আসামি করা হয়েছে যারা এই হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানত না। এটা রাজনৈতিক প্রতিহিংসা।’

মামলার ৬ নম্বর আসামি যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, ‘মিজানকে প্রতিপক্ষ গ্রুপ আগে থেকেই হুমকি-ধমকি দিয়ে আসছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে মিজানের কোনো সম্পৃক্ততা নেই। তবুও পুলিশ তাঁকে ডেকে নিয়ে মামলার আসামি করেছে।’ এ সময় পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে বর্তমান সংসদ সদস্য বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে আমার পক্ষে কাজ করার জন্য পুলিশও মিজানকে হুমকি দিয়েছিল।’ এদিকে নিহতের লোকজন ক্ষুব্ধ হয়ে ঘটনার দিন রাতেই সংসদ সদস্য আব্দুর রউফের সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। আগুনে তিনটি বাড়ি পুড়ে গেছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার পরদিন নিহতের ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী একটি পরিবার পাল্টা মামলা দায়ের করেছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করছে। লুটপাটের ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি মামলা দায়ের করেছে। এখন পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।