আজ রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01711 211241

দিপু-ইমনের জোড়া সেঞ্চুরিতে বিশাল জয় প্রাইম ব্যাংকের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ক্রিকেট লিগের চলমান আসরে টানা দুই ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ। প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে করেছেন ২৬ বলে ১৭, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ১৫ বলে করেছেন ১৬। তবে তার এই ব্যাটিং ব্যর্থতা সংক্রমিত হয়নি প্রাইম ব্যাংকের উপর। দুই ওপেনার শাহাদত দিপু (১১৯) এবং পারভেজ ইমনের (১৫১) জোড়া সেঞ্চুরিতে ভর করে ব্রাদার্স ইউনিয়নকে রান পাহাড়ে চাপা দিয়ে (৩৮০/৪) ১৬৫ রানের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক।

বিকেএসপি-ফোর-এ প্রথমে ব্যাট করে ওপেনিং জুটির ২৪৬ রানে বিশাল স্কোরের আবহ পায় প্রাইম ব্যাংক। শেষ পাওয়ার প্লে’র ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান যোগ করেছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক ওপেনার শাহাদত দিপু ৫৬ বলে ৫০, ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে থেমেছেন ১১৯ রানে (১১১ বলে ১০ চার, ৪ ছক্কা)। পারভেজ হোসেন ইমন ৫৮ বলে ফিফটি, ১০৪ বলে সেঞ্চুরি এবং ১২৬ বলে দেড়শ রান করে থেমেছেন ১৫১-তে।

ব্রাদার্স ইউনিয়নের বোলারদের এদিন পাড়া-মহল্লামানে নামিয়ে এনেছে প্রাইম ব্যাংক ব্যাটাররা। রাহি ৩ উইকেটের বিপরীতে খরচ করেছেন ৭০। ১‌ উইকেট পেতে সালাউদ্দিন শাকিলের খরচা ৮৫ রান। রান পাহাড়ে চাপা পড়ে প্রথম উইকেট জুটির ৫৭, দ্বিতীয় উইকেট জুটির ৫২ রানে প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়েছিল ব্রাদার্স। তবে প্রাইম ব্যাংকের দুই বাঁ হাতি স্পিনার নাজমুল অপু (৩/৩৪) এবং সানজামুলের (৩/৪০) বোলিংয়ে ২১৫/৯-এ থেমেছে ব্রাদার্স। ব্রাদার্সের মজিদ করেছেন সর্বোচ্চ ৫৬ রান।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দিপু-ইমনের জোড়া সেঞ্চুরিতে বিশাল জয় প্রাইম ব্যাংকের

আপডেট সময়: ০২:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ক্রিকেট লিগের চলমান আসরে টানা দুই ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ। প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে করেছেন ২৬ বলে ১৭, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ১৫ বলে করেছেন ১৬। তবে তার এই ব্যাটিং ব্যর্থতা সংক্রমিত হয়নি প্রাইম ব্যাংকের উপর। দুই ওপেনার শাহাদত দিপু (১১৯) এবং পারভেজ ইমনের (১৫১) জোড়া সেঞ্চুরিতে ভর করে ব্রাদার্স ইউনিয়নকে রান পাহাড়ে চাপা দিয়ে (৩৮০/৪) ১৬৫ রানের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক।

বিকেএসপি-ফোর-এ প্রথমে ব্যাট করে ওপেনিং জুটির ২৪৬ রানে বিশাল স্কোরের আবহ পায় প্রাইম ব্যাংক। শেষ পাওয়ার প্লে’র ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান যোগ করেছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক ওপেনার শাহাদত দিপু ৫৬ বলে ৫০, ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে থেমেছেন ১১৯ রানে (১১১ বলে ১০ চার, ৪ ছক্কা)। পারভেজ হোসেন ইমন ৫৮ বলে ফিফটি, ১০৪ বলে সেঞ্চুরি এবং ১২৬ বলে দেড়শ রান করে থেমেছেন ১৫১-তে।

ব্রাদার্স ইউনিয়নের বোলারদের এদিন পাড়া-মহল্লামানে নামিয়ে এনেছে প্রাইম ব্যাংক ব্যাটাররা। রাহি ৩ উইকেটের বিপরীতে খরচ করেছেন ৭০। ১‌ উইকেট পেতে সালাউদ্দিন শাকিলের খরচা ৮৫ রান। রান পাহাড়ে চাপা পড়ে প্রথম উইকেট জুটির ৫৭, দ্বিতীয় উইকেট জুটির ৫২ রানে প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়েছিল ব্রাদার্স। তবে প্রাইম ব্যাংকের দুই বাঁ হাতি স্পিনার নাজমুল অপু (৩/৩৪) এবং সানজামুলের (৩/৪০) বোলিংয়ে ২১৫/৯-এ থেমেছে ব্রাদার্স। ব্রাদার্সের মজিদ করেছেন সর্বোচ্চ ৫৬ রান।