শার্শায় বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলার নিবার্হী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানার (ওসি) শেখ মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তার নূর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা সহ প্রমূখ। সভায় বাংলা নববর্ষ উদযাপনে পহেলা বৈশাখের দিন নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।