রাশিয়ার মস্কোতে বড় কোনো জমায়েতে হামলা হতে পারে বলে নিজেদের আশঙ্কার কথা জানিয়ে চলতি মাসের শুরুর দিকে দেশটিকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউজের নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিন ওয়াটসন এ দাবি করেছেন। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউজের নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিন ওয়াটসন বলেন, ‘রাশিয়ায় যে পরিকল্পিতভাবে জঙ্গি হামলা হবে, তা যুক্তরাষ্ট্র আগে থেকেই জেনে গিয়েছিল। এ কারণে রাশিয়ায় ভ্রমণরত বা বসবাসকারী আমেরিকানদের উদ্দেশে মার্কিন স্টেট দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছিল।’ মার্কিন প্রশাসন জঙ্গি হামলার সম্ভাবনার বিষয়ে রুশ সরকারকে সতর্ক করেছিল বলেও হোয়াইট হাউজের তরফ থেকে দাবি করা হয়।
হামলা প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র জন কার্বি বলেন, ‘যেসব দৃশ্য সামনে এসেছে তা ভয়ংকর। হামলায় মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।’ রিপোর্ট অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু ঘটেছে। আরও অন্তত ১৪৫ জন গুরুতরভাবে জখম হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে দাবি করছেন রুশ তদন্তকারী অফিসাররা। এদিকে জঙ্গি হামলার পরই রাশিয়ার সরকার বিমানবন্দর ও অন্যান্য জায়গায় নিরাপত্তা জোরদার করেছে। সব ধরনের সভা, সমাবেশ বাতিল করে দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলা প্রসঙ্গে নিয়মিত খোঁজখবর রাখছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। জঙ্গি সংগঠনটি হামলার দায় স্বীকার করে তাদের টেলিগ্রাম চ্যানেলে লিখেছে, ‘খ্রিস্টানদের এক বিশাল জমায়েতে হামলা চালিয়েছি আমরা।’ তবে পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জঙ্গিরা সেখান থেকে পালিয়ে গিয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।