আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় আটক ১৯৬ রোহিঙ্গা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় ১৯৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) লাংকাউইয়ের তেলুক ইউ বিচ থেকে তাদের আটক করা হয়।

লাংকাউই পুলিশের প্রধান এসিপি শারিমান আশরি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটের দিকে স্থানীয়দের একজনের থেকে তথ্য পেয়ে নৌকাসহ ১৯৬ রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মেধ্য ৬৮ জন পুরুষ, ৫৭ জন মহিলা, ৩৯ জন মেয়ে এবং ৩২ জন ছেলে রয়েছে।

তিনি আরও জানান, ১০ দিন আগে নৌকায় করে মিয়ানমার থেকে তেলুক ইউ বিচে আসে এই ১৯৬ জন রোহিঙ্গা নাগরিক। আটক সবাইকে ল্যাংকাউই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে (জেআইএম) এবং ডকুমেন্টেশনের জন্য ল্যাংকাউইতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ল্যাংকাউই স্বাস্থ্য অফিসও তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে।

পুলিশ প্রধান জানান, টেলুক ইউতে সমুদ্র সীমানা নিয়ন্ত্রণে কঠোর করার জন্য মেরিন পুলিশ দলকেও মোতায়েন করা হয়েছে এবং অবৈধভাবে জলে প্রবেশ করতে পারে এমন কোনও অবশিষ্ট নৌকাগুলির সম্ভাবনা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় আটক ১৯৬ রোহিঙ্গা

আপডেট সময়: ০৪:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় ১৯৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) লাংকাউইয়ের তেলুক ইউ বিচ থেকে তাদের আটক করা হয়।

লাংকাউই পুলিশের প্রধান এসিপি শারিমান আশরি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটের দিকে স্থানীয়দের একজনের থেকে তথ্য পেয়ে নৌকাসহ ১৯৬ রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মেধ্য ৬৮ জন পুরুষ, ৫৭ জন মহিলা, ৩৯ জন মেয়ে এবং ৩২ জন ছেলে রয়েছে।

তিনি আরও জানান, ১০ দিন আগে নৌকায় করে মিয়ানমার থেকে তেলুক ইউ বিচে আসে এই ১৯৬ জন রোহিঙ্গা নাগরিক। আটক সবাইকে ল্যাংকাউই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে (জেআইএম) এবং ডকুমেন্টেশনের জন্য ল্যাংকাউইতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ল্যাংকাউই স্বাস্থ্য অফিসও তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে।

পুলিশ প্রধান জানান, টেলুক ইউতে সমুদ্র সীমানা নিয়ন্ত্রণে কঠোর করার জন্য মেরিন পুলিশ দলকেও মোতায়েন করা হয়েছে এবং অবৈধভাবে জলে প্রবেশ করতে পারে এমন কোনও অবশিষ্ট নৌকাগুলির সম্ভাবনা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।