গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা, সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে রবিবার বেলা ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় সদর উপজেলায়।
ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাক্তার ফরহাদ জামিলসহ ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিক আবু সাঈদ, জেলা সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা , এ সময় উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারীর মুরাদুল হক। সভায় বক্তব্যে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ বলেন গ্রাম আদালতের বিচার কার্যক্রমে এখতিয়ার এখন ৩ লক্ষ টাকা পর্যান্ত ও ইউনিয়ন চেয়ারম্যানদেরকে এক্তিয়ারভুক্ত। তাই যত সম্ভব মামলা আদালতে না গিয়ে গ্রাম আদালতে গ্রহণ ও নিষ্পত্তির জন্য আহ্বান জানান,যাতে করে মানুষ হয়রানিমূলক হতে ও অর্থ খরচ থেকে মুক্তি পায় এবং সময় কম বেয়ায় হয়।