নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে তিন জন। রোববার রাত দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের বিলে এ ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের বিলে রোববার রাতে ১০-১২ জনের একটি দলকে দেখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হয়। স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদে মাইকে ডাকাত বলে ঘোষণা দেয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। অন্যরা পালিয়ে বিলের বিভিন্ন পুকুরের পানিতে ঝাঁপ দেয়। পরে তাদের পুকুর থেকে তুলে আরও তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত তিন দিন ধরে সাদিপুর ইউনিয়নের কাজহরদী ও কাঁচপুর ইউনিয়নের বাঘরি এলাকায় ডাকাতরা বিভিন্ন বাড়িতে হানা দিয়ে স্বর্ণলংকার লুট করে নিয়ে যাচ্ছে। গত শুক্রবার রাতে সাদিপুর ইউনিয়নের কাজহরদী গ্রামে বাড়ির মালিককে কুপিয়ে দুই বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়।