সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় শিক্ষার্থী নাহিদের উপস্থাপনায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষকদ্বয় মো. সিরাজুল ইসলাম ও মো. মতিউর রহমান, সিনিয়র শিক্ষক মো. ইয়াহিয়া ইকবাল, গাজী মোমিন উদ্দিন ও শেখ মুস্তাফিজুর রহমান। এর আগে সকালে র্যালি সহকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী এই র্যালিতে অংশগ্রহণ করে। বিদ্যালয় প্রবন্ধ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর উপর বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিল্লুর রহমান। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাহিদ সাদী।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন পালিত
- রিপোর্টার
- আপডেট সময়: ০৩:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- ১২৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ