সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশত্যাগের সময় বরিশাল মহানগর আওয়ামিলীগ নেতাকে আটক করেছে বিবি। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন শেষে ভারতে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে। আটককৃতের নাম নিরব হোসেন টুটুল (৫৫)। তিনি বরিশাল সদরের মৃত হারুনার রশিদ এর ছেলে ও বরিশাল চেম্বার অব কমার্স এর পরিচালক, জেলা মৎস্য মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামিলীগ নেতা বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ান বিজিবির ভোমরা ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আফজাল হোসেন জানান, সীমান্তে রেড এলার্ট জারি করাহয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারতে যাওয়ার সময় নিরব হোসেন টুটুল নামের ওই ব্যাক্তিকে দেখে সন্দেহ হলে তাক জিজ্ঞাসাবাদ করলে জানাজায় তিনি বরিশাল মহানগর আওয়ামিলীগ নেতা। পরে তাকে আটক করাহয়। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।