সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনকে সচিব পদে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে পদায়ন করা হলো।
ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিপ্রাপ্ত হন শাহানারা খাতুন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। শাহানারা খাতুন ১৯৬৭ সালের ১৪ অক্টোবর যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নারিকেলবাড়িয়া গার্লস স্কুল থেকে মাধ্যমিক ও যশোর মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।