সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে (ভারতীয় আন্যাগ্রা ট্যাবলেট ৫০০০পিস) মাদকদ্রব্যসহ প্রায় ১৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
গতকাল সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার পদ্মশাখরা বিওপির মেইন পিলার ২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পদ্মশাখরা হিন্দু পাড়া নামক স্থান থেকে ৭০ হাজার টাকার মূল্যর ভারতীয় ঔষধ ও লক্ষীদাড়ি ও ঘোষপাড়া নামক স্থান হতে ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। তলুইগাছা বিওপি সীমান্ত পিলার ১২/৩ এস হতে চৌরঙ্গী আম বাগান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এ ছাড়া কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি মেইন পিলার ১৩/৩ এস এর ৩ হতে ৭ আরবি ২৫০ গজ হতে রাজ্জাকের মোড়, বয়ারিয়া পাকা রাস্তা ও ভাদিয়ালী মাঠ নামক স্থান হতে ৫ হাজার পিস ভারতীয় অন্যাগ্রা ট্যাবলেটসহ ১০ লক্ষ টাকার ভারতীয় ঔষধ , পলিথিন, কোলগেট পেস্ট, মেহেদী, থ্রী পিস আটক করে। ঝাউডাঙ্গ বিশেষ ক্যাম্প ঝাউডাঙ্গা চেকপোষ্ট নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, মাদরা বিওপির পৃথক মেইন পিলার ১৩/৩ এস এর ৮-১১ আরবি দক্ষিণ ভাদিয়ালী, উত্তর ভাদিয়ালী, চান্দা মাঠ হতে ২ লক্ষ ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, পাতার বিড়ি ও শাড়ি আটক করে।
ষোল লক্ষ পচাত্তর হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করেন । এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। এবিষয়ে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন সাতক্ষীরা বিজিপির লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম,