মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সাতক্ষীরা, কর্তৃক আয়োজিত। মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা অডিটরিয়াম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সাতক্ষীরা জেলা অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সাতক্ষীরা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের অফিসার ও স্থানীয় সুধা সুশীল সমাজের নেতৃবৃন্দ। অতিথিগন বলেন মাদক জীবন, রাষ্ট্র, সমাজ ও পরিবারের জন্য ক্ষতিকর তাই মাদক বিরোধী সমাজ সমাজ ও জীবন ব্যবস্থা একমাত্র জরুরী। আমরা বা আমাদের পরিবারের কেউ কোনো ক্রমে মাদক সেবন ও মাদক বিকিকিনির সঙ্গে সম্প্রীক্ত না হই। জীবন কে হ্যা বলি মাদককে না বলি।