সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা রবিবার সকালে জেলা প্রশাসক এর হলরুমে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এডিসি জেনারেল বিষ্ঞপদ পাল, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ এফতেখার আলী , জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ফাহিম, পাবলিক প্রসিকিউটর আব্দুস সাত্তার, সরকারি কলেজের অধ্যক্ষ ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, জেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, এল জি ইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তর সরিফুল ইসলাম, জনসাস্থ্য নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এর সিনিয়র জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, জেলা সমাজ সেবা অফিসার সন্তোষ কুমার।
জেল সুপার এনায়েত উল্লাহ। টিটি সির অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। শ্যামনগর উপজেলা নির্বাহী রনি ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ঞা রায়। র্যাব কর্মকর্তা সেলিম, এডি এম রিপন বিশ্বাস, এন ডিসি পলাশ পলাশ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রিট প্রনয় বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন ধরনের বিষয় সিদ্ধান্ত সহ আইন শৃংখলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা ও মানুষের ভোগান্তি লাঘবে কাজ করার গৃহীত হয়।