মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ও আরা সংস্থার বাস্তবায়নে জলবায়ু বিপন্ন ও স্থানান্তরিত নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য লিগ্যাল এইড রেফারেল ম্যাকানিজম প্রসেস বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে পৌরসভার মধ্য কাটিয়ায় মাঠপাড়ায় ১নং ওয়ার্ড নারী সুরক্ষা ফোরামের সাধারন সম্পাদক তাহেরা পারভীন হিরার সভাপতিত্বে সভায় ৩০ জন নারী উপকারভোগী উপস্থিত ছিলেন।
সভায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য কি প্রক্রিয়ায় আইনী সহায়তার সুযোগ গ্রহন করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আলাচনা অনুষ্ঠিত হয়। সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য আওয়াজ তুলতে আহবান জানানো সভা পরিচালনা করেন রিনিউ প্রকল্পের ফিল্ড ভলেনন্টিয়ার আব্দুস সাত্তার। সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের ইভেন্ট অর্গনাইজার সুলতান মাহমুদ।