নতুন বছরে এমন ঘটনার সাক্ষী হতে হবে রিয়াল মাদ্রিদকে এটা হয়তো ভাবিনি ভক্তরা। কি নেই এই ম্যাচে। লাল কার্ড-পেনাল্টি মিসের মহড়াসহ নানা রকম ঘটনা ঘটেছে এ ম্যাচে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ভালেন্সিয়ার ভ মাঠে উত্তেজনামূলক এই ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। শেষের দুই গোলে ঘুরে দাঁড়ানোর আরো একটি দারুণ গল্প উপহার দিল কার্লো আনচেলত্তির দল।
ঘরের মাঠে খেলা। শুরু থেকে আক্রমণাত্মক খেলা শুরু করে ভালেন্সিয়া। খেলার সাতাশ মিনিটে এগিয়ে যায় দলটি। ভ্যালেন্সিয়ার হয়ে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড হগো দূরে ১-০। ওই স্কোর লাইনে বিরতিতে যায় দুই দল।
পিছিয়ে পড়ে ম্যাজিক দেখানোর শুরুর চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে তারা গোল ব্যবধান কমানো সহ নানা রকম ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। খেলার ৫৫ পেনাল্টি মিস করেন জুড বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধে ম্যাচ জুড়ে থাকল বিতর্কের অনেক অনুষঙ্গ। উস্কানিতে উত্যক্ত হয়ে গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখলেন ভিনিসিউস জুনিয়র। তাতে খেলার ৭৯ মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
১০ জনের রিয়ালকে ভালেন্সিয়ার বিপক্ষে দিক হারানো দলকে অতলে তলিয়ে যেতে দিলেন না লুকা মদ্রিচ। খেলার ৮৫ মিনিটে গোল করেন তিনি। তাদের সমতায় ফেরে রিয়াল ১-১। বদলি নেমে দলকে হারের হাত থকে বাচাঁন অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার। বাকি সময় গোল নাহলে ম্যাচ ভাগাভাগি করার পথে এগিয়ে যাচ্ছিল।
অতিরিক্ত সময়ে স্বাগতিকদের উপহার কাজে লাগিয়ে দলকে তিন পয়েন্ট এনে দিলেন বেলিংহ্যাম। তাতে ঘুরে দাঁড়ানোর আরো একটি দারুণ গল্প উপহার দিল কার্লো আনচেলত্তির দল। ১৯ ম্যাচে ১৩ জয়ে ৪৩ পয়েন্টে শীর্ষে রিয়াল। ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৩৮ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।