“৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে” জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে সাবেক এমপি এম এ জব্বারের বাসভবনে জেলা জাতীয় পার্টির আয়োজন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক প্রমুখ।
এ সময় সভাপতি তার বক্তব্য বলেন, জাতীয় পার্টির স্লোগান নতুন বাংলাদেশ গড়বো মোরা এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি নেতাকর্মী জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শকে বুকে ধারণ করে নতুন করে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।হুসাইন মোহাম্মদ এরশাদ এর জন্ম না হলে জাতীয় পার্টির জন্ম হতো না এমন নেতার জন্ম না হলে উপজেলার জন্মও হতো না। হুসাইন মোহাম্মদ এরশাদের রাষ্ট্র পরিচালনা কালীন দেশে যেভাবে সাজিয়েছিল আজকে তা অনেক পরিবর্তন হয়েছে।
আমরা চাই জাতীয় পার্টি কে সাতক্ষীরা জেলায় নতুনভাবে সাজাতে সাতক্ষীরা জেলাকে বলা হয় দ্বিতীয় রংপুর সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির ঘাটি। প্রতিটা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় পার্টি কে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুজ্জামান বাপ্পি, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান বদু,জেলা যুব সংহতির সভাপতি আশিকুজ্জামান বাপ্পী, আজাদ হোসেন টুটুল, জেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি আজাদুল ইসলাম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তুষার, এডভোকেট মোস্তাহিদউর রহমান প্রমুখ। এসময় জেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি।