পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামে মারকাযুল কুরআন মাদ্রসা ও বকশিয়া হাফিজিয়া মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী অসহায় মানুষ কে মাসিক ভালো কাজ গ্রুপের উদ্যোগে প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে রবিবার সকাল ১০টায় কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ টিভি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মো: হাসানুর রহমান হাসান, কম্বল দিয়ে সহযোগিতা করেন বিশিষ্ট ইউটিউবার ও সমাজ সেবক আরিয়ান খান, সাংবাদিক আল আমিন হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসানুর রহমান হাসান বলেন, তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রসা ও কুমিরা ইউনিয়নের বকশিয়া হাফিজিয়া মাদ্রাসা সহ বিভিন্ন পর্যায়ের শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করছি এবং মাদ্রাসায় কুরআনের হাফেজ তৈরী সহ নৈতিক শিক্ষার মাধ্যমে সুদক্ষ নাগরিক বানানোর চেস্টা করছি। সবাই এই শীতে অসহায় মানুষের কল্যাণে পাশে থাকার আহবান জানান।