তালা উপজেলা প্রেসক্লাব ও পাটকেলঘাটা প্রেসক্লাবের নির্বাহী সদস্য এবং এই আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইকবালের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে তালা উপজেলা প্রেসক্লাব ও পাটকেলঘাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
পাটকেলঘাটা ইকোপার্কের সামনে (২৮শে ডিসেম্বর)শনিবার দুপুর আনুমানিক ১:৪৫ মিনিটের দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী ও মাদক সেবী বোরহান, আবীদ, সিয়াম সহ ১০-১৫ জন পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালায় সাংবাদিক ইকবাল হাসার এর উপর। সাংবাদিক ইকবাল মাথায় জখম ও শারীরিক আঘাতের সম্মুখীন হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে ইকবাল হাসান কে জিজ্ঞেসা করলে তিনি বলেন, আমি এখন গুরত্বর অসুস্থ, আমি সুস্থ হলে মামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।
এদিকে অভিযুক্ত আসামীদের দ্রুত আইনের আওতায় দাবি জানিয়েছেন তালা উপজেলা প্রেসক্লাব এ পাটকেলঘাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এবিষয়ে পাটকেলঘাটা থানার সেকেন্ড অফিসার মো: কাছেদ মুন্সি বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।