আজ রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo পাকিস্তান-আফগান সীমান্ত সংঘর্ষে ১৯ সেনা ও ৩ বেসামরিক নিহত Logo অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না’ Logo কলারোয়ায় সীমান্তে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মতবিনিময় করলেন বিএনপি নেতা আশরাফ হোসেন Logo ইয়েমেনের হুথি ও ইসরাইলের মধ্যে সংঘাত বৃদ্ধির নিন্দা জাতিসংঘ মহাসচিবের Logo জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল হবে না Logo সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়——- ড. ইউনূস Logo আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪৬ Logo সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন Logo বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে কাল
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম -01971 211241

পাকিস্তান-আফগান সীমান্ত সংঘর্ষে ১৯ সেনা ও ৩ বেসামরিক নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

হামলার পর সীমান্তজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠছে। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি এই তথ্য প্রকাশ করেছে। এ সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর। এই হামলার পর সীমান্তজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আফগানিস্তানের খোস্ত এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ চলছে।

এদিকে, আফগানিস্তান পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এটি পাকিস্তানে হামলার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়। আফগান মন্ত্রণালয়ের দাবি, হামলাগুলো ‘অনুমানমূলক রেখার বাইরে’ (ডুরান্ড লাইন) করা হয়েছে, তবে পাকিস্তানে হামলার বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি।

এছাড়া, আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করে। তবে, এই সংঘর্ষের ফলে পাকিস্তান এবং আফগানিস্তান উভয়ের মধ্যে অস্থিতিশীলতা আরও বেড়ে যায়।

প্রসঙ্গত, ডুরান্ড লাইন, যেটি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক সীমান্ত, সেটি আফগানদের জন্য একটি স্পর্শকাতর বিষয়। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে আফগান সরকার কখনোই এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, যদিও আন্তর্জাতিকভাবে এটি দুই দেশের সীমানা হিসেবে গণ্য করা হয়। আফগানিস্তান ও পাকিস্তান উভয়ই এই সীমান্ত নিয়ে বিতর্কে জড়িত এবং এটি আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বাস করা পশতুন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই সংঘর্ষের মধ্যে, আফগানিস্তানে মর্টার শেলের আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলগুলোর আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে পাকিস্তান সেনাবাহিনী ২৪ ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় হামলা চালায়, যেখানে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন এবং বেশিরভাগই শিশু ও নারী। এই হামলার পর তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে হামলাকে ‘বর্বর’ এবং ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করে।

এই পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার বলেন, আমরা আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে আমাদের নিরপরাধ নাগরিকদের হত্যা করা থেকে টিটিপি (পাকিস্তান তালেবান) কে থামাতে হবে। এটি আমাদের রেড লাইন।

এ সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে আরও বড় উত্তেজনার সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক মহলে এর প্রভাব ছড়িয়ে পড়বে।

ট্যাগস:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-আফগান সীমান্ত সংঘর্ষে ১৯ সেনা ও ৩ বেসামরিক নিহত

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

পাকিস্তান-আফগান সীমান্ত সংঘর্ষে ১৯ সেনা ও ৩ বেসামরিক নিহত

আপডেট সময়: ১২:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

হামলার পর সীমান্তজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠছে। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি এই তথ্য প্রকাশ করেছে। এ সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর। এই হামলার পর সীমান্তজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আফগানিস্তানের খোস্ত এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ চলছে।

এদিকে, আফগানিস্তান পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এটি পাকিস্তানে হামলার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়। আফগান মন্ত্রণালয়ের দাবি, হামলাগুলো ‘অনুমানমূলক রেখার বাইরে’ (ডুরান্ড লাইন) করা হয়েছে, তবে পাকিস্তানে হামলার বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি।

এছাড়া, আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করে। তবে, এই সংঘর্ষের ফলে পাকিস্তান এবং আফগানিস্তান উভয়ের মধ্যে অস্থিতিশীলতা আরও বেড়ে যায়।

প্রসঙ্গত, ডুরান্ড লাইন, যেটি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক সীমান্ত, সেটি আফগানদের জন্য একটি স্পর্শকাতর বিষয়। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে আফগান সরকার কখনোই এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, যদিও আন্তর্জাতিকভাবে এটি দুই দেশের সীমানা হিসেবে গণ্য করা হয়। আফগানিস্তান ও পাকিস্তান উভয়ই এই সীমান্ত নিয়ে বিতর্কে জড়িত এবং এটি আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বাস করা পশতুন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই সংঘর্ষের মধ্যে, আফগানিস্তানে মর্টার শেলের আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলগুলোর আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে পাকিস্তান সেনাবাহিনী ২৪ ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় হামলা চালায়, যেখানে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন এবং বেশিরভাগই শিশু ও নারী। এই হামলার পর তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে হামলাকে ‘বর্বর’ এবং ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করে।

এই পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার বলেন, আমরা আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে আমাদের নিরপরাধ নাগরিকদের হত্যা করা থেকে টিটিপি (পাকিস্তান তালেবান) কে থামাতে হবে। এটি আমাদের রেড লাইন।

এ সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে আরও বড় উত্তেজনার সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক মহলে এর প্রভাব ছড়িয়ে পড়বে।