বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলার কর্মরত সাংবাদিক সমাজ, সুশীল সমাজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কন্ঠ, ডেইলি টাইমস অফ বাংলাদেশ ও যশোর থেকে প্রকাশিত রুপান্তর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি আতাউর রহমানকে হত্যাচেষ্টা মামলার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। স্থানীয়দের ভাষ্যমতে হত্যাচেষ্টার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। মামলার আসামি রমজান আলী সরদার বিগত স্বৈরাচার সরকারের লালিত সন্ত্রাসী। তাই তাদের কাছ থেকে বিশেষ অর্থের সুবিধা পেয়ে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বলেও দাবী সাধারণ মানুষের। সাংবাদিক নেতাদের দাবি, অবিলম্বে সন্ত্রাসী বাহিনীর সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়, তাহলে আমরা সাংবাদিক সমাজ থানা কম্পাউন্ডে গিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করব।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদের ২য় তলায় সাংবাদিক আক্তারুল ইসলাম এবং আতাউর রহমান ছেলে মেয়ের জন্ম নিবন্ধন ও ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে গেলে সন্ত্রাসী রমজান সাংবাদিক আক্তারুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে প্রাণনাশের চেষ্টা চালায়। এরপর তাকে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় ফেলে রেখে যায় ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। একইসাথে তার কাছ থেকে লক্ষাধিক টাকার স্বর্ণের আংটি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
তবে এবিষয়ে তালা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান এপ্রতিবেদককে আশ্বস্ত করে বলেন, অতি শীঘ্রই আসামি রমজান কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে। আপনাদের সহযোগিতা চাই।