ইজতেমার মাঠে হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাববার (২২ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের নিউ মার্কেটস্থ শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা উলামা পরিষদ এবং তৌহিদি জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উলামা পরিষদ সাতক্ষীরা সদর থানা শাখার সভাপতি মুফতি সাইফুল্লাহ রহমানির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেক, তাবলীগের শুরায়ী নিজামের সাথী ও মাদ্রাসার মুহতামিম মুফতি মহসিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা আসলাম হুসাইন, সাতক্ষীরা জজকোর্ট মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ, তাবলীগের শুরায়ী নিজামের সাথী মুস্তাকুর রহমান দারা, শুরায়ী নিজামের সাথী মাওলানা মোখলেসুর রহমান, শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম হাবিবী, সাতক্ষীরা মারকাজের সাবেক জেলা আমির ও বর্তমান ফয়সাল প্রফেসর হাবিবুর রহমান, সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ, শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, সেখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। কিন্তু সাদপন্থীরা ইসলামের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ধর্মের পবিত্রতা ক্ষুন্ন করছে। সম্প্রতি টঙ্গীর বিশ্ব ইজতেমায় সাদপন্থীদের নৃশংস হামলায় চারজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আমরা এই বর্বরতার সুষ্ঠু বিচার দাবি করছি। বক্তারা আরও উল্লেখ করেন, এটা কোনো নতুন ঘটনা নয়। ২০১৮ সালেও সাদপন্থীরা ইজতেমার ময়দানে নারকীয় তান্ডব চালিয়েছিল। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি, বয়োবৃদ্ধ মুরুব্বি এবং মাদ্রাসার ছাত্রদের উপর নির্মম আক্রমণ চালিয়ে তারা ইজতেমা ময়দানকে রক্তাক্ত করেছিল। এসব কর্মকান্ড ইসলাম এবং তাবলীগের প্রকৃত বার্তার সম্পূর্ণ বিপরীত। মানববন্ধনে বলা হয়, সাদপন্থীরা তাবলীগের সুনামকে ক্ষুন্ন করছে। বক্তারা সরকারের কাছে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি পেশ করা হয়।