আশাশুনির চাঞ্চল্যকর স্কুল ছাত্রী নুসরাত জাহান রাহি হত্যাকান্ডের প্রধান আসামী রেজোয়ান কবির জনিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ১৪ ডিসেম্বর দুপুরে হাত-পা বাধা অবস্থায় বাড়ীর পাশ্ববর্তী একটি পুকুর থেকে নুসরাত জাহান রাহির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহতের স্বজন ও মামলার তদন্তকারী কর্মকর্তা আশাশুনি থানার এস আই ফয়সাল জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার আগরদাড়ি গ্রামের রবিউল ইসলামের ৯ বছরের শিশু কন্যা স্কুল ছাত্রী নুসরাত জাহান রাহিকে শনিবার সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বাড়ীর স্বজনা তাকে বিভিন্ন স্থানে খোজখবর নেওয়ার পর এক পর্যায়ে দুপুর ২ টার দিকে বাড়ীর পাশ্ববর্তী সোলাইমান আজিজের পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ ভাসতে দেখতে পাই। পরে সেখান থেকে এলাকাবাসীর সহায়তায় স্কুল ছাত্রী রাহি’র মরদেহ উদ্ধার করে তারা। এঘটনায় নিহতের বাবা বাদি হয়ে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও খোজ খবর নিয়ে রবিবার ভোর রাতে মামলার প্রধান আসামী রেজোয়ান কবির রনিকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিঙ্গাসাবাদে বখাটে রেজোয়ান কবির জনি হত্যার কথা স্বীকার করে। সে জানায় দর্ঘি দিন ধরে ওই স্কুল ছাত্রীর স্বর্ণের কানের দুল ছিনতাই করার জন্য চেস্টা করে আসছিল। শনিবার তাকে একা পেয়ে একটি হলুদ খেতে নিয়ে তার কানের দুল ছিনিয়ে নেওয়ার চেস্টা করে। এসময় স্কুল ছাত্রী রাহি আত্মচিৎকার করার চেস্টা করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তাকে হাত-পা বেধে পুকুরে ফেলে দেওয়া হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
চাঞ্চল্যকর স্কুল ছাত্রী রাহি হত্যাকান্ডের প্রধান আসামি জনি গ্রেফতার
- রিপোর্টার
- আপডেট সময়: ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- ৩০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ