গণআন্দোলন জোটের উদ্যোগে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটিবাজারে পথসভা অনুষ্ঠিত হয়। ১৩ ডিসেম্বরশুক্রবার বিকাল পাঁচটায় শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট নগেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জে এসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সদস্য সচিব মো. মনসুর রহমান, বিশিষ্ট কবি বায়েজিদ , মানবাধিকার কর্মী কুমারেশ দাস, স্ব ভুমিহীন নেতা জেলা স্বাস্থ্য কমিটির আহবায়ক আব্দুল্লাহ বিশ্বাসসহ আরও অনেকে। পথসভা পরিচালনা করেন জেলা নদী বন পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তাগণ বলেন সাতক্ষীরা জেলাকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য জনগণকে সাথে নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে জবাবদিহি তার আওতায় আনতে হবে। যুবকদের কর্মসংস্থানের জন্য অতিসত্বর সুন্দরবন টেক্সটাইল মিল চালুসহ সকল উপজেলায় কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে হবে। ছোট ছোট ব্যবসায়ীদের পুনর্বাসন করার জন্য নিউমার্কেট সচল করতে হবে। বক্তাগণ বলেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রাদেশিক সরকার ও ভোটের আনুপাতিক হার সংসদ সদস্য নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়। সাতক্ষীরা জেলায় অতি সত্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর দাবি জানান নেতৃবৃন্দ। ভ্যান রিক্সা ওইজিবাইকের দুরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা ও রাস্তার যানজট নিরশনের দাবী জানান নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর বিকাল ৫ টায় সাতক্ষীরা রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বল অনুষ্ঠানে সকলকে অংশ গ্রহনের আহবান জানানো হচ্ছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
গণআন্দোলন জোটের উদ্যোগে মাধবকাটিবাজারে পথসভা
- রিপোর্টার
- আপডেট সময়: ০৫:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- ২৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ