নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে প্রবাসীর স্ত্রীর সাথে সাবেক আওয়ামীলীগ নেতার পোতা রিপনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পিরু কারিগরের পোতা কশাইপাড়ার মোঃ মন্টুর পুত্র রিপন আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে একাধিক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লেও ভয়ে মুখ খুলতেন না স্থানীয়রা। ১লা ডিসেম্বর রোববার দুপুর ১২ ঘটিকায় নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোঃ মনিরের ভাড়া বাড়ি থেকে দেবহাটার কোড়া কামটার ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী রেশমার সাথে আপত্তিকর অবস্থায় আটক হয় রিপন। লোক জানাজানির ভয় ও পুলিশে দেওয়ার কথা বলে স্থানীয় যুবকরা রিপন ও রেশমার কাছ থেকে হাতিয়ে নেন মোটা অংকের টাকা। ঘটনাটি ধামাচাপা দিতে চাইলেও সচেতন এলাকার অন্য যুবকরা সাংবাদিকদের পুরো ঘটনার বর্ণনা দেন। জানা গিয়েছে আওয়ামীলীগ নেতার পোতা রিপন এর আগে নিজ বাড়ির পাশে ভাড়া বাড়িতে রেশমার সাথে অবৈধ সম্পর্ক ও মেলামেশা করতেন। এলাকাবাসী জানতে পারলে রেশমাকে অন্যত্র যেতে বলা ও রাজনৈতিক বলে চেপে দেওয়া হয় আসল ঘটনা। দেশ নতুনভাবে স্বাধীন হলেও এলাকায় এখনো ত্রাশ সৃষ্টি করে রেখেছেন রিপনের পরিবার। কোন অপরাধ করলেও মুখ খোলেন না এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক চা বিক্রেতা বলেন, রেশমার ভাড়া বাড়িতে প্রতিদিন দুপুর ও সন্ধ্যায় যাওয়া আশা করতে দেখতেন রিপনকে। আজও রিপনের সন্দেহজনক যাওয়াতে স্থানীয় যুবকদের খবর দেন তিনি। পরে তারা হাতেনাতে আপত্তিকর অবস্থায় ধরলেও টাকার বিনিময়ে তা চেপে দেন। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিক ও নেতাদের কাছে জানতে চাইলে তারা কিছুই জানেন না বলে জানান।
অভিযুক্ত রিপন বলেন, কোন কিছু জানতে হলে আমার পরিবারের সাথে কথা বলেন বলে তড়িঘড়ি করে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করেন। তার পিতার নিকট জানতে চাইলে, তিনি বলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক আমাদেরকে হয়রানি করার জন্য একটি পক্ষ চক্রান্ত চালিয়ে যাচ্ছে।