সাইফুল আজম খাঁন, সাতক্ষীরা-বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মাস ব্যাপী দুই দফা দাবী সংবলিত ব্যানার উত্তোলন কর্মসূচী পালন করেছে। গত সোমবার বেলা ১১টায় চিপ জুডিসিয়াল আদালত চত্ত্বরের সামনে এ কর্মসূচী পালন করেন। এসময় বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা শাখার সভাপতি হারাধন কুমার রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মোল্যা সহ আরো অনেকে। বক্তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবী থেকে বঞ্চিত। তাই আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উক্ত কর্মসূচী পালন করছি। আমাদের দাবি দুটো হলো- ১) বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করা এবং ২) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ; বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন। এসময় উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশনের উদ্যোগে মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচী পালন
- রিপোর্টার
- আপডেট সময়: ১২:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- ১২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ