সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় রেকর্ডীয় জমি থেকে চলাচলের রাস্তা দেওয়ার পরও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে নজরুল ইসলাম জানান, তার শ্বশুর আকবর আলী গাজী মানবিক কারণে নিজের রেকর্ডীয় সম্পত্তি থেকে এক শতকের বেশি জমি দিয়ে প্রতিবেশী গোলাম রসুলের জন্য চলাচলের রাস্তা তৈরি করেন। তবে এতে গোলাম রসুল খুশি না হয়ে আরো তিন হাত জমি দাবি করেন। শ্বশুর আকবর আলীর মাত্র ৭ শতক জমি থাকায় ওই দাবি পূরণ করা তার পক্ষে সম্ভব হয়নি। এ নিয়ে বিরোধ তীব্র হয়। গত ১৫ নভেম্বর গাছের ডাল কাটাকে কেন্দ্র করে গোলাম রসুলের নেতৃত্বে তার ছেলে ছাকিব হাসান, ভাই ইন্নাছ সরদার, স্ত্রী আছমা খাতুন, বোন আনঞ্জুয়ারা খাতুনসহ ১০-১২ জন মিলে নজরুল ইসলামের শ্বশুর আকবর আলী, শাশুড়ি রাশিদা খাতুন, স্ত্রী সুফিয়া খাতুন ও শালিকা মাসকুরা খাতুনকে মারধর করে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে গোলাম রসুল ও তার সহযোগীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও সেখানেও গোলাম রসুলের সহযোগীরা বাধা দেয় বলে অভিযোগ করেন নজরুল। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জানান, ঘটনার পর গোলাম রসুল স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় কল্পিত গল্প তৈরি করে তার শ্বশুর আকবর আলীসহ পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। সেই মামলায় তাকেও আসামি করা হয়েছে, যদিও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি অভিযোগ করেন, দেবহাটা থানা পুলিশ কোনো তদন্ত ছাড়াই ওই মিথ্যা মামলা রেকর্ড করেছে। ইতোমধ্যে মামলার আসামি হিসেবে প্রতিবেশী ফজলেম মিস্ত্রি ও মাসকুরাকে গ্রেপ্তার করা হয়েছে। ফজলেম মিস্ত্রির সঙ্গে তাদের কোনো সম্পর্ক না থাকলেও তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। নজরুল ইসলাম সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার এবং ন্যায়বিচারের জন্য দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় জমি না দেওয়ায় মিথ্যা মামলায় হয়রানি: প্রতিবাদের সংবাদ সম্মেলন
- রিপোর্টার
- আপডেট সময়: ১১:০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- ২০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ