আজারবাইজানের রাজধানী বাকু’তে বসেছে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ) এর ২৯তম সংস্করণ। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে বিশ্ব শান্তি ও জলবায়ু সহনশীলতা অর্জনে আন্তর্জাতিক অঙ্গীকার সুসংহত করা। এই আহ্বানের সাথে সংহতি রেখে আজ ২০ নভেম্বর ২০২৪ মালিএক্টর প্লাটফর্ম এবং ক্লাইমেট জাস্টিস ফোরাম এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের অংশগ্রহণে ‘জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে’সাতক্ষীরা রাধানগর প্রানসায়ে র খাল পাড়ে মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে বক্তাগণ বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশসমূহের বিপদাপন্ন জনগোষ্ঠীর জন্য জলবায়ু তহবিলের অর্থের ন্যায্য হিস্যা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সর্বোপরি বিশ্বের প্রধান গ্রীনহাউজ গ্যাস নির্গমনকারী শিল্পোন্নত দেশগুলিকে কার্বণ নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা ১.৫o সেলসিয়াসের মধ্যে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশ হিসাবে আমাদের ক্ষতিপুরন দাবি করেন। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ম্যাপের যুগ্ম আহবায়ক ভারতেশ্বরী বিশ্বাস, বক্তব্য রাখেন স্বদেশ এর নির্বাহি পরিচালক মাল্টি এক্টর প্লাট ফর্ম (ম্যাপ) নেতা মাধব চন্দ্র দত্ত, ম্যাপ এর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার সুমন, নাগরিক নেতা আলি নুর খান বাবু, ভূমিহীন নেতা কাওছার আলী, আবদুস সামাদ, বারসিকের যুব প্রতিনিধি বৃন্দ, শারীরিক প্রতিবন্ধী বাযেজিদ হোসেন, ম্যাপ সমন্বয়ক বাহালুল আলম, যুব প্রতিনিধি মুসলিমা খাতুন, মাহিদা রহমান প্রমূখ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জলবায়ু ন্যায্যতার দাবীতে সাতক্ষীরাতে মানববন্ধন অনুষ্ঠিত
- রিপোর্টার
- আপডেট সময়: ০৬:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- ৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ