সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা এই প্রতিযোগিতার আয়োজন করে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্র্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সহকারি কমিশনার (ভূমি) অতিশ সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সমবায় ব্যাংক সাতক্ষীরা সভাপতি আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা আক্তার অন্বেষা, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য অ্যাডভোকেট মনিরউদ্দিন, সদস্য বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, এনামুল কবির খান, জি.এম নাজমুল আরিফ, রেবেকা সুলতানা প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দুদক এর উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, মো. মহসীন আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, মডারেটর এর দায়িত্ব পালন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, সময় নিয়ন্ত্রক’র দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মো. রেজাউল করিম প্রমুখ। সপ্তাহ ব্যাপি সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
- রিপোর্টার
- আপডেট সময়: ০৩:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- ২৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ