সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পানি নিষ্কাশনের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের পানিবন্দী মানুষ মানববন্ধন করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে লাবসা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের নলকুড়া এলাকায় সিরাজুল রাইস মিলের চাতালে লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন হয়। পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভুমিহীন সমিতির নেতা হাফিজুর রহমান, রেজাউল করিম রেজাসহ এলাকাবাসী। মানববন্ধনে অবিলম্বে লাবসা ইউনিয়নসহ নলকুড়া এলাকায় জলবদ্ধতার নিরসনের জন্য জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা। এ সময় এলাকার ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় পানি নিষ্কাশনের দাবিতে পানিবন্দী মানুষের মানববন্ধন
- রিপোর্টার
- আপডেট সময়: ০৬:৫১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- ৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ