সাতক্ষীরা পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিমউদ্দীনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। পৌরবাসি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। জানা যায়, নাজিমউদ্দীন ২০২২ সালের জানুয়ারিতে সাতক্ষীরা পৌরসভায় প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন। এর আগে কুড়িগ্রাম ও কক্সবাজারে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত হন। কক্সবাজারে এসিল্যান্ড থাকাকালে একজন বৃদ্ধকে লাঞ্চিত করার ঘটনায় তিনি ব্যাপক নিন্দিত হন।
সাতক্ষীরায় যোগদানের পর নাজিমউদ্দীন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত হন। মাস্টাররোলের কর্মচারীদের বেতন বন্ধ এবং চাকরি স্থায়ীকরণের নামে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও, তার সময়ে পৌরসভায় ফাইল অনুমোদনে ঘুষ নেওয়া হতো। একাধিকবার তার অপসারণের দাবিতে আন্দোলন ও মানববন্ধন হয়েছে। স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ বিভাগের কর্মচারী বাপী আহমেদ অভিযোগ করেন, তাদের বেতন বন্ধ করে নাজিমউদ্দীন তাদের ক্রসফায়ারের হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, নাজিমউদ্দীন অত্যন্ত দুর্নীতিবাজ।
সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি নাজিমউদ্দীন ও ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসানের বিরুদ্ধে ৯টি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ভুয়া প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ বানিজ্যের মাধ্যমে কর্মচারী নিয়োগ। স্থানীয় সরকার বিভাগ বিষয়টি তদন্ত করছে।