সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ধূলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে ঘেরের মাছ চুরির প্রতিবাদ করায় দুজনকে পিটিয়ে আহত করেছে দুই চোর। আহতরা হলেন শহিদুল ইসলাম (৪২) ও আজহারুল সরদার (৩৩)। তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা হলেন আব্দুল মজিত (৫২) ও তার ছেলে ফরহাদ হোসেন (২৮)। তাদের নামে আগেও ডাকাতি ও চুরির মামলা ছিল। ১৩ সেপ্টেম্বর রাতে শহিদুলের ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন মজিত ও ফরহাদ। ১৪ সেপ্টেম্বর দুপুরে তাদের কাছে ঘটনার বিষয়ে জানতে গেলে শহিদুলকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়। শহিদুলকে বাঁচাতে গেলে আজহারুলকেও মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। আহতরা জানান, মজিত ও ফরহাদ দীর্ঘদিন ধরে তাদের ঘের থেকে মাছ চুরি করে আসছিল। তারা আইনি ব্যবস্থা নিয়েছেন এবং সাতক্ষীরা আদালতে মামলা করেছেন। সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় মাছ চুরির প্রতিবাদ করায় দুজনকে আহত করেছে দুই চোর
- রিপোর্টার
- আপডেট সময়: ০৬:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- ৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ