সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনিতে সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে ইটভাটা দখল ও লক্ষাধিক টাকার ইট বিক্রির অভিযোগ উঠেছে। রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শহরের বাটকেখালী গ্রামের মিজানুর রহমান অভিযোগ করেন, তার পিতার প্রতিষ্ঠিত ইটভাটাটি ব্যবসায়িক চুক্তির মাধ্যমে রাশেদ আহমেদ খোকার হাতে যায়। চুক্তি অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত দুই বছরের লাভ আত্মসাৎ করেন খোকা। বিষয়টি সমাধানের জন্য বিভিন্ন স্থানে অভিযোগ করা হলেও সমাধান হয়নি। ২০১৬ সালে তিনি ইটভাটা পরিচালনার দায়িত্ব নেন এবং ব্যাংক থেকে ৭৫ লক্ষ টাকা ঋণ করেন। তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ৬ আগস্ট খোকা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ইটভাটা দখল করেন এবং ১৬ লক্ষ ইট বিক্রি করে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ। মিজানুর রহমান ভাটাটি উদ্ধার ও অর্থ ফেরতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরার আশাশুনিতে ইটভাটা দখলের অভিযোগ
- রিপোর্টার
- আপডেট সময়: ১১:১৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- ৬৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ