সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ছালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নুরুল ইসলাম সুজন ২০০৮, ২০১৪, ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে নির্বাচিত হন এবং একবার রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।