নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ে বৃটিশ কারিকুলামে পরিচালিত সফট স্কিলস কমিউনিকেশন এন্ড আইটি ইনস্টিটিউট এর পক্ষ থেকে ইংরেজি রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন বাবুলিয়া জে, এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) চৌধুরী নাজনীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র ঘোষ, সফট স্কিলস কমিউনিকেশন এন্ড আইটি ইনস্টিটিউট ও সাইফুর’স সাতক্ষীরা শাখার পরিচালক ইমরান হোসেন ও সাইফুর’স সাতক্ষীরা শাখার ম্যানেজার আসাদুজ্জামান আসাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সহকারী শিক্ষক প্রসাদ কুমার বিশ্বাস, কাজী জাহিদুর রহমান, পলাশ চন্দ্র মন্ডল, গোপাল চন্দ্র সেন, আব্দুল জলিল, মো. রফিকুল ইসলাম, মোছা. মর্জিনা খাতুন, রাইহান, শেখ মতিউর রহমান, নাজমা সুলতানা, মো. কামাল উদ্দিন, মো. মেহেদী হাসান প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল স্যার রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রচনা প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ইংরেজিতে কথা বলা শেখার গুরুত্ব ও কম্পিউটারে দক্ষতা অর্জনের গুরুত্ব। মোট তিনটি ধাপে রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে আজ রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দ্বিতীয় ধাপে ইংলিশ স্পোকেন প্রতিযোগিতা ও তৃতীয় ধাপে প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে প্রতিটি স্কুলের প্রতিটি ক্লাস থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী নির্বাচিত করে তাদেরকে পুরষ্কৃত করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র, মেডেল ও শিক্ষা বৃত্তি দেয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল ছাত্র-ছাত্রীকে প্রতিযোগী হিসেবে সনদপত্র দেয়া হবে। রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটে। উল্লেখ্য, ঢাকা থেকে পরিচালিত সাইফুর’স ও সফট স্কিলস কমিউনিকেশন এন্ড আইটি ইনস্টিটিউট সাতক্ষীরা শাখায় স্পোকেন ইংলিশ, আই ই এল টি এস, ইংলিশ রাইটিং, কম্পিউটার প্রশিক্ষণ, কোরিয়ান ভাষা প্রশিক্ষণ, জাপানি ভাষা প্রশিক্ষণ ও চায়না ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
বাবুলিয়া জে এস মাধ্যমিক বিদ্যালয়ে সফট স্কিলস কমিউনিকেশন এন্ড আইটি ইনস্টিটিউট’র রচনা প্রতিযোগিতা
- রিপোর্টার
- আপডেট সময়: ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- ৩২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ