সাতক্ষীরা পৌরসভার রসুলপুর হাইস্কুলে ঢাকা থেকে পরিচালিত সাইফুর’স এবং বৃটিশ কারিকুলামে পরিচালিত সফট স্কিলস কমিউনিকেশন এন্ড আইটি ইনস্টিটিউট’র পক্ষ থেকে ইংরেজি রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন রসুলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান। রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া ব্যক্তিত্ব ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আরাধনা একাডেমির স্বত্বাধিকারী মাহবুব রহমান। এসময় উপস্থিত ছিলেন সফট স্কিলস কমিউনিকেশন এন্ড আইটি ইনস্টিটিউট ও সাইফুর’স সাতক্ষীরা শাখার পরিচালক ইমরান হোসেন, সাইফুর’স সাতক্ষীরা শাখার ম্যানেজার আসাদুজ্জামান আসাদ, রসুলপুর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সহকারী শিক্ষক মো. আশিকুর রহমান, মো. রাজু আহমেদ, জাহানারা খাতুন, পাপিয়া খাতুন, মোছা. রীনা আক্তার, মো. শাহিনুর রহমান, রমেশ চন্দ্র ঘোষ, উজ্জ্বল চক্রবর্তী, রুপকুমার মন্ডল, মিজানুর রহমান, শেখ তানজেরুল হক, সানজিদা নাহার, শাহিনা আক্তার, খাদিজা খাতুন ও রেজাউল সরদার। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রচনা প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ইংরেজিতে কথা বলা শেখার গুরুত্ব ও কম্পিউটারে দক্ষতা অর্জনের গুরুত্ব। মোট তিনটি ধাপে রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে আজ রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দ্বিতীয় ধাপে ইংলিশ স্পোকেন প্রতিযোগিতা ও তৃতীয় ধাপে প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে প্রতিটি স্কুলের প্রতিটি ক্লাস থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী নির্বাচিত করে তাদেরকে পুরষ্কৃত করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র, মেডেল ও শিক্ষা বৃত্তি দেয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল ছাত্র-ছাত্রীকে প্রতিযোগী হিসেবে সনদপত্র দেয়া হবে। উল্লেখ্য, ঢাকা থেকে পরিচালিত সাইফুর’স ও সফট স্কিলস কমিউনিকেশন এন্ড আইটি ইনস্টিটিউট সাতক্ষীরা শাখায় স্পোকেন ইংলিশ, আই ই এল টি এস, ইংলিশ রাইটিং, কম্পিউটার প্রশিক্ষণ, কোরিয়ান ভাষা প্রশিক্ষণ, জাপানি ভাষা প্রশিক্ষণ ও চায়না ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
রসুলপুর হাইস্কুলে সাইফুর’স রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা
- রিপোর্টার
- আপডেট সময়: ১০:২৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- ৬২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ