সাইফুল আজম খাঁন মামুন, সাতক্ষীরা: ঢাকায় ছাত্র আন্দোলনে সাতক্ষীরা জেলায় নিহত ও আহতদের পরিবারকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষে থেকে নগদ অর্থ সহায়তা প্রদান গত ২৫ আগষ্ট সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত মৃত আসিফ হাসান, পিতা-মাহমুদ আলম, গ্রাম-আক্তারপুর, পোষ্ট-আক্তারপুর থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন আহত মোঃ আমান উল্লাহ, পিতা-আমজাদ আলী সরদার, গ্রাম+পোষ্ট-প্রতাপনগর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা ও জিল্লুর রহমান, পিতা-আব্দুল খালেক সরদার, গ্রাম-পাঁচরখী, পোষ্ট-কাওনডাংগা, থানা-সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরাকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অধিনায়ক, সাতক্ষীলা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কে ধন্যবাদ জানান। একই সংগে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। সহায়তা প্রদানকালে সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, স্থানীয় রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ছাত্র আন্দোলনে সাতক্ষীরা জেলায় নিহত ও আহতদের পরিবারকে বিজিবি পক্ষে থেকে নগদ অর্থ সহায়তা প্রদান
- রিপোর্টার
- আপডেট সময়: ০১:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- ৪০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ