সাইফুল আজম খান মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরায় এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার, এইচএসসি ২০২৪ আন্দোলনরত শিক্ষার্থীদের আয়োজনের লক্ষ্যে খুলনারোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন তারা। তাদের দাবি, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাইনা, এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আামাদের মূল্যবান সময় ও অবিষ্যতের ক্ষতি হবে। এইচএসসি ২৪ এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল। পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরিক্ষার ফলাফল দেয়া যোদ কারণ কোন বোর্ড পরীক্ষা ৫/৬ মাস ধরে চলতে পারে না। সকল ব্যাচ ভালোভাবে চললেও এইচএসসি ২০২৪ ব্যাচকে কেন অবহেলায়? সাতক্ষীরা সরকারি কলেজের ফারিয়া আক্তার, সরকারি কলেজের জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষা যেখানে ২ মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেখানে ৬ মাস কেটে যাচ্ছে তবুও শেষ হচ্ছে না। আসন্ন ভর্তি পরীক্ষার জন্য আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি না এবং সেশন জটের কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ও ক্ষতিগ্রস্থ হতে পারে। এছাড়া কোটা আন্দোলনের আমাদের অনেক ভাই বোন হসপিটালের ভর্তি আছে। তারা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নয় এবং আমাদের অনেক সহপাঠী মারাত্মকভাবে আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন আছে। ফলে আমরা আর পরীক্ষায় বসতে চাই না। কোন অবস্থাতেই অর্থ বা পূর্ণ নম্বরের পরীক্ষায় আমরা বসবো না।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন
- রিপোর্টার
- আপডেট সময়: ১১:২৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- ৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ