সাতক্ষীরায় বজ্রপাতে খোকন হোসেন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত খোকন হোসেন সাতক্ষীরার শহরের উপকণ্ঠ কুচপুকুরের মোশাররফ হোসেনের ছেলে। নিহতের নিকট আত্মীয় এসএম কাওসার বলেন, বেলা সাড়ে ৩টার দিকে আগরদাড়ি এলাকায় ছিলেন খোকন হোসেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যায় খোকন হোসেন। স্থানীয় আগরদাড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।