দেশের শীর্ষ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি-তে অরিজিনাল ওয়েব সিরিজ ‘রইলো বাকি দশ’-এর প্রিমিয়ার হয়েছে। দর্শকদের স্ক্রিনে আকৃষ্ট করে রাখার মতো রোমাঞ্চকর এক খুন-রহস্যের গল্প নিয়ে হাজির হওয়া এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় একঝাঁক তারকা। ‘রইলো বাকি দশ’ ওয়েব সিরিজটির গল্প দর্শকদের এক দারুণ নাটকীয়তার মুখোমুখি করবে। শাহাজাদা শহিদের লেখা এ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। দশ পর্বের এই সিরিজটিতে অভিনয় করেছেন এফএস নাঈম, অর্চিতা স্পর্শিয়া, জিয়াউল রোশান ও শতাব্দী ওয়াদুদ। রইলো বাকি দশের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা এফএস নাঈম বলেন, ‘মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় এত গুণী সব অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ ছিল। আমি আশাবাদী যে, খুন-রহস্যে মোড়া টান টান উত্তেজনার গল্পের রইলো বাকি দশ সবাই দারুণভাবে উপভোগ করবেন।’
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ডিজিটাল প্ল্যাটফরমে ‘রইলো বাকি দশ’
- রিপোর্টার
- আপডেট সময়: ০২:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- ৮১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ