সাতক্ষীরায় দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট অফিস ম্যানেজমেন্ট সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার অফিসের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে অন্যদের মধ্যে কলারোয়া উপজেলার সাব-রেজিস্ট্রার মো. ইমরুল হাসান, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার রিপন মুন্সি, আশাশুনি উপজেলার সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী, কালীগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলার সাব-রেজিস্ট্রার মো. জুবায়ের হোসেন। এ সময় প্রশিক্ষণার্থী হিসেবে সাতক্ষীরা জেলা ৭টি সাব-রেজিস্ট্রার অফিসে ৩৫ জন দলিল লেখক ও ৭টি অফিসে প্রধান সহকারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদানকালে জেলা রেজিস্ট্রার মো. আবু তালেব বলেন, প্রতিদিন পৃথিবী উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সব পেশা হয়ে উঠছে স্মার্ট, এভাবে আমাদের স্মার্ট হতে হবে। দলিল লেখকদের গদ বাধা মানুষিকতা থেকে বেরিয়ে স্মার্ট ও আধুনিক হতে হবে। জনগণের সেবাই হবে আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যে।