সাতক্ষীরায় চালককে অবচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরের দিকে কলা ও পাউরুটির সাথে চেতনানাশক খাইয়ে চালককে অজ্ঞান করে সাতক্ষীরা শহরের রথখোলা বিলের মাঠে একটি পরিত্যক্ত পুকুরের পাড়ে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে পরিত্যক্ত ওই পুকুর পাড় থেকে ইজিবাইক চালক মহিবুল্লাহ সরদার (২৩) কে পথচারীরা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়।
চালক মহিবুল্লাহ সরদার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া গ্রামের মোকছেদ সরদারের ছেলে।
উমরাপাড়া গ্রামের এবাদুল সরদার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে দুইজন লোক তার চাচাতো ভাই মহিবুল্লাহ সরদারের ইজিবাইক আশাশুনির বুধহাটা বাজার থেকে নিয়ে সাতক্ষীরা শহরের উদ্দেশ্যে আসে। তাদের নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন চালক মহিবুল্লাহ।
এক পর্যায়ে রথখোলার বিলে গিয়ে চালক মহিবুল্লাহকে তারা পাউরুটি ও কলা খেতে দেন। খাওয়ার পরে অচেতন হয়ে গেলে রথখোলার মধ্যে একটি পুকুরের পাশে তাকে ফেলে রেখে তার ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়
ছিনতাইকারীরা।
এ ঘটনায় মহিবুল্লাহ সরদারের বাবা মোকসেদ আলী সরদার বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।