চট্টগ্রামে বিক্রি করে দেয়া দুই জমজ শিশুকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। গ্রেপ্তার করা হয়েছে শিশু দুটির বাবা-মাকে। আজ রোববার (৯ই জন) দুপুরে নগরীর বার কোয়ার্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার নাইমা সুলতানা। তিনি জানান, গত জানুয়ারিতে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে জন্ম নেয় ফাহমিদা ও রায়ান। স্বেচ্ছায় স্ট্যাম্পে স্বাক্ষর করে দুই শিশুকে রাশেদা নামে এক নারীর মাধ্যমে তিন লাখ টাকায় বিক্রি করেন মুন্নী-হাবিব দম্পতি।
পরবর্তীতে টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা হলে হাবিবের বিরুদ্ধে মামলা করেন মুন্নী। এরপরই অভিযান চালিয়ে দুই শিশুকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় বিক্রির মধ্যস্থতাকারী ও শিশু দু’টির বাবা হাবীব ও মা মুন্নিকে।