সাতক্ষীরার শ্যামনগরে নির্মানাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তৈয়েব আলী গাজী (৩৮) নামে এক রাজমিস্ত্রি মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত তৈয়েব আলী গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে মো. আব্দুল মজিদ গাজীর ছেলে। পারিবারিকসূত্রে জানা যায়, তৈয়েব আলী সকালে নির্মাধীন ওই ভবনের ছাদে রড বিছানোর কাজ করছিল। এসময় পাশে থাকা ১১হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে অসাবধানবসত রডের সংযোগ লাগলে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।