সাতক্ষীরা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুর ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার নারীদের কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা সৃষ্টিতে নানামুখি উদ্যোগ নিয়েছেন। বেকার যুবক যুবতীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করার ব্যবস্থা করেছেন। এসব প্রশিক্ষণের জন্য বেকারদের প্রশিক্ষণ ভাতাও দেওয়া হয়। নামমাত্র ৪/৫ পারসেন্ট ইন্টারেস্টে সহজ শর্তে নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণের ব্যবস্থা করেছেন। ফলে এখন সাতক্ষীরার মতো জেলাতেও নারী উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। কিন্তু সরকারের নেওয়া এসব পদক্ষেপের কথা এখনো অনেকে জানে না। এজন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
সাতক্ষীরা শহরতলীর বিনেরপোতাস্থ বিসিক শিল্প নগরীতে অবস্থিত প্রিয়াংকা নিট নামক একটি গার্মেন্টস ফ্যাক্টরী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সাতক্ষীরার নারী উদ্যোক্তা প্রিয়াংকা বিশ্বাসের মালিকানাধীন উক্ত গার্মেন্টস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন। এসময় নারী উদোক্তা প্রিয়াংকা নিট গার্মেন্টসের পরিচালক প্রিয়াংকা বিশ্বাস বলেন, স্বামী গোপাল চন্দ্র বিশ্বাস একজন ছোট মুদি ব্যবসায়ী। তাকে সাহায্য করতেই ২০১৭ সালে একটি সেলাই মেশিন নিয়ে বাড়িতে কাজ শুরু করেন। তিনি বলেন, সে সময়ে শুরুটা বেশ চ্যালেঞ্জিং ছিল। তারপরও সকল প্রতিবন্ধকতা মাড়িয়ে বর্তমানে তিনি একটা সম্মানজনক অবস্থানে আসতে পেরেছেন।
স্নাতক ডিগ্রিধারী একমাত্র পুত্র সন্তানের জননী প্রিয়াংকা বিশ্বাস আরও বলেন, বর্তমানে তার গার্মেন্টসে শতাধিক শ্রমিক কাজ করে এবং সেটি এখন তার ব্যবসায় পরিণত হয়েছে।
প্রিয়াংকা আরো বলেন, তার গার্মেন্টেসে গেঞ্জি, ট্রাউজার, নকশীকাঁথা, ব্লোলাক-বাটিকসহ বিভিন্ন ধরনের ব্যাগ তৈরী করা হয় এবং সেগুলো বিভিন্ন এলাকার পাইকাররা এসে কিনে নিয়ে যায়। এছাড়া গেঞ্জিসহ অন্যান্য পোষাকে স্কিন প্রিন্ট করা হয়। প্রিয়াংকা উদোক্তাদের জন্য সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধার কথা যাতে সকলে জানতে পারেন এবং সহজে ব্যাংক ঋণসহ সরকারের দেওয়া অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারেন তার জন্য সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে অনুরোধ জানান। প্রিয়াংকা নিট গার্মেন্টস পরিদর্শনকালে এমপি লায়লা পারভীন সেঁজুতির সাথে ছিলেন, তার ব্যক্তিগত সহকারী মো. দিদারুল ইসলাম, ইকবাল পারভেজ জয়, নারী নেত্রী মেহেরুন নেছা, সাংবাদিক এসএম হাবিবুল হাসান প্রমুখ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় প্রিয়াংকা নিট গার্মেন্টস পরিদর্শন করলেন এমপি সেঁজুতি
- রিপোর্টার
- আপডেট সময়: ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- ১১৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ