২০১৯ বিশ্বকাপের দল ঘোষণার পর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন তাসকিন আহমেদ। ইনজুরির কাছে পরাস্ত হয়ে সেবার ডানহাতি এই তারকা পেসারের জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে ইনজুরি আক্রান্ত হন তাসকিন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শরীরের ডান পাশের মাংস পেশিতে চোট পান ডানহাতি এই পেসার। তবে তাকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বিশ্বকাপে বাংলাদেশের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।