মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া বলেছেন, পুলিশ যখন সুযোগ পায় তখনই মানুষের ওপর নির্যাতন করে। আমি থানায় গিয়ে ওসিকেও পিটাইছি। আমরা চাই অপরাধমুক্ত সমাজ হোক। সমাজে কোনো অপরাধ না হোক। মানুষের যে সমস্যা আছে সেগুলো সম্মিলিতভাবে সমাধান করা মঙ্গলবার (৭ মে) শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া বাজারে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তার এ মন্তব্যের পর এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। আছকির মিয়া এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউছুফ আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি ও শ্রীমঙ্গল শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি কামাল হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তফাজ্জুল হোসেন ফয়েজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক শেখ উফরু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ। আগামী ২৯ মে শ্রীমঙ্গল উপজেলার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।