ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলের) ৫৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে সহজেই জয় তুলে নেয় এবারের আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে অবশ্য চেন্নাইয়ের জয় ছাঁপিয়ে ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনে চেন্নাইয়ের ব্যাটার ড্যারিল মিচেলের একটি শটে সমর্থকের গায়ে লাগা নিয়ে শুরু হয় আলোচনা। মিচেলের ওই শটে ভাঙে সমর্থকের দামি আইফোন তবে ফোন ভাঙার পর মিচেল যা করলেন তা সমর্থকদের মন জয় করে নিয়েছে।
রোববার (৫ মে) হিমাচলে চেন্নাই ও পাঞ্জাবের ম্যাচের আগে অনুশীলনে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাউন্ডারি লাইনের কাছে অনুশীলনরত মিচেলের অনাকাঙ্ক্ষিত ওই শট সমর্থকের গায়ে লাগলে দুর্ভাগা ওই সমর্থক তার আসন থেকে পড়ে যান। তার হাতে থাকা আইফোনও বলের আঘাতে ভেঙে যায়। একইসঙ্গে সেই সমর্থকও আঘাত পান সামান্য। অবশ্য ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই মিচেল সমর্থকের কাছে যান। তার সেই অনাকাঙ্ক্ষিত শটের জন্য সমর্থকের কাছে ক্ষমাও চান। সমর্থক ঠিক আছে কি না জানার পর তাকে নিজের ব্যবহৃত গ্লাভসজোড়া দিয়ে আসেন।
তবে সমর্থককে গ্লাভস জোড়া উপহার দিয়ে প্রশংসার সঙ্গে ট্রলের শিকারও হচ্ছেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকেই দামি আইফোনের বদলে গ্লাভস উপহার দেওয়ায় ট্রল করছে মিচেলকে। একজন তো লিখেই দিয়েছেন ‘একটা আইফোন ভেঙে একটা গ্লাভস উপহার দিলেন! এ কেমন বিচার!’ এবারের আইপিএলে অবশ্য চেন্নাইয়ের জার্সিতে তেমনভাবে নিজেকে চেনাতে পারছেন না মিচেল। কিউই এই হার্ডহিটার ব্যাটার মাত্র একটি অর্ধশতক ও দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি