সাতক্ষীরার আশাশুনিতে ইদুর মারতে নিজের ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম নুহ গাজী(৩৩)। সে উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের মোঃ মোজাম গাজীর ছেলে। বৃহস্পতিবার ভোররাত্রে লাশ উদ্ধার করা হয়।
খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাম পদ সানা জানান, ধানের জমিতে ইঁদুরের উপদ্রব্য বেড়ে যাওয়ায় বুধবার সন্ধ্যায় নূহ তার নিজের জমিতে বিদ্যুৎ সংযোগ দেয়। গভীর রাতে জমিতে ইঁদুরের কি অবস্থা দেখতে যেয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। বৃহস্পতিবার ভোরে পরিবারের লোকজন জমিতে যেয়ে লাশ উদ্ধার করে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন।