দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার তিন উপজেলায় প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিক বরাদ্দ দেন রিটানিং কর্মকর্তা সরোয়ার হোসেন। পৃথক পৃথকভাবে তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়।
তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস.এম নজরুল ইসলাম অভিযোগ করেন, তালা উপজেলাকে মামলায় জর্জরিত করেছেন বর্তমান চেয়ারম্যান। তাই নির্বাচন পরাজয় নিশ্চিত জেনে বর্তমান চেয়ারম্যান কারচুপির পরিকল্পনা করছেন। ৯৩টি কেন্দ্রে হিন্দু প্রিজাইডিং অফিসার নিয়োগের ব্যবস্থা করেছেন। আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি জেলা রিটানিং অফিসারের কাছে। এমপিকে নিয়ে গোপনে পাড়ায় পাড়ায় বৈঠক করছেন নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন নির্বাচন হবে নিরপেক্ষ, তালাবাসী নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে। তালা উপজেলায় উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমি নির্বাচনে অংশ গ্রহণ করেছি।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে সাতক্ষীরার তিন উপজেলায় প্রতিক বরাদ্দ
- রিপোর্টার
- আপডেট সময়: ০৩:২৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- ১২২ বার পড়া হয়েছে
ট্যাগস: